সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বিপিএলে সাইফ-হেলসের ব্যাটে রংপুরের হ্যাটট্রিক জয়

বিপিএলে সাইফ-হেলসের ব্যাটে রংপুরের হ্যাটট্রিক জয়

শেরপুর নিউজ ডেস্ক:

বিপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিলো রংপুর রাইডার্স। সাইফ-হেলসের ব্যাটে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। বরিশালের দেওয়া ১২৫ রানের লক্ষ্য ৩০ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে রংপুর। ৩ ম্যাচে এটি রংপুরের তৃতীয় জয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরকে ১২৫ রানের সহজ লক্ষ্য দেয় বরিশাল। জবাবে ৩০ বল ও ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের-ও। ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই ফেরেন অভিষিক্ত আজিজুল হক তামিম। ২ বল পর তার দেখানো পথেই হাঁটেন তৌফিক। ফলে, দলীয় ১৫ রানেই ২ উইকেট হারায় রংপুর।

এরপর আরেক ওপেনার অ্যালেক্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাইফ হাসান। তাদের ব্যাটে ১০০ রানের কোটা পূরণ করে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি ৩৯ বলে ফিফটি তুলে নেন সাইফ।

শেষ পর্যন্ত হেলসের ৪৯ ও সাইফের অপরাজিত ৬১ রানে ভর করে ৩০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে রংপুর।

বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ১০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হাসান শান্ত। তিনে নেমে তাওহীদ হৃদয়ও সুবিধা করতে পারেননি। ৬ বলে ৪ রান করে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।

শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন তামিম ইকবাল। কিন্তু ইনিংস বড় করার আগেই ১৮ বলে ২৮ রান করে নাহিদের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।

এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্স-ও আস্থার প্রতিদান দিতে পারেনি। ১৭ বলে ১৫ রান করে মুশফিক আর ১৩ বলে ১৪ রান করে ফেরেন মায়ার্স।

এরপর মাহমুদউল্লাহ ১০ রান করে আউট হলে ৮৭ রানে ৭ উইকেট হারায় বরিশাল। এদিন ফাহিম-শাহিনরা দুই অঙ্ক ছুতে পারেননি। ফাহিম ১ রান আর শাহিন ৮ রানের ইনিংস খেলেন। শেষদিকে ১৯ বলে ২১ রান যোগ করেন মোহাম্মদ নবি।

রংপুরের হয়ে খুশদীল ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া পেসার নাহিদ ও ইফতিখার দুটি করে উইকেট নিয়েছেন।

Check Also

রেকর্ড গড়ে অবশেষে জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদপড়ার দিনেই জ্বলে উঠেন লিটন দাস। রেকর্ডগড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 4 =

Contact Us