সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ইজতেমা ময়দানে জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার

ইজতেমা ময়দানে জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওই দিনই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে বিধি-নিষেধ জারি করা হয়েছিল।

Check Also

কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ

শেরপুর নিউজ ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 19 =

Contact Us