সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশি কাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে বছর

মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশি কাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে বছর

 

শেরপুর নিউজ ডেস্ক:

প্রতিবারের মতো ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের সিনেমা মুক্তির জোয়ার না থাকলেও, এ বছরের শেষটা হচ্ছে মুক্তিযুদ্ধের এক হৃদয়ছোঁয়া সিনেমা দিয়ে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘নকশি কাঁথার জমিন’ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান।

গল্পের পটভূমি

 

‘নকশি কাঁথার জমিন’-এ তুলে ধরা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের এক অনন্য অধ্যায়। দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একই পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। যুদ্ধের সময় জবর রাজাকার বাহিনীতে যোগ দিলেও, তার ছেলে সাহেবালি মুক্তিযোদ্ধা হিসেবে লড়াইয়ে অংশ নেয়। বিপরীতে সবর মুক্তিযুদ্ধে অংশ নিলেও তার ছেলে রাহেলিল্লাহ যোগ দেয় রাজাকার বাহিনীতে। এমন এক পরিবারের দ্বন্দ্ব এবং এই পরিস্থিতির মধ্যে দুই বোনের নীরব প্রতিবাদ আর সংগ্রামের গল্পই সিনেমার মূল কেন্দ্রবিন্দু।

রাহেলা ও সালেহার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাই জবর ও সবরের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া সাহেবালি ও রাহেলিল্লাহ চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

জয়ার প্রত্যাবর্তন

নকশি কাঁথার জমিন’ দিয়ে প্রায় নয় মাস পর দেশের প্রেক্ষাগৃহে ফিরলেন জয়া আহসান। এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ সিনেমাটি নিয়ে আশাবাদী জয়া। বিজয়ের মাসে মুক্তি পাওয়া সিনেমাটিকে তিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করেন।

জয়া আহসান বলেন, ‘এই বিজয়ের মাসে নকশি কাঁথার জমিন মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য এক বড় প্রাপ্তি। নতুন প্রজন্মের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা। তারা দেখবে, আমাদের বিজয়ের জন্য কীভাবে আগের প্রজন্ম রক্ত, ঘাম, শ্রম দিয়েছেন। গণমানুষের অংশগ্রহণের সেই ইতিহাস জানতে চাইলে অবশ্যই সিনেমাটি দেখতে হবে।’

দেশের সিনেপ্লেক্সে ‘সোনিক দ্য হেজহগ ৩’

এদিকে,শুক্রবার থেকেই দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় পর্ব।

জেফ ফাউলারের পরিচালনায় নির্মিত এই সিনেমায় সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলস চরিত্রে কলিন ওশফনেসি এবং ডক্টর রোবটনিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।

সোনিক দ্য হেজহগ ৩

গত ২০ ডিসেম্বর হলিউডে মুক্তি পায়। এখন এটি দেশের সিনেপ্লেক্সে সোনিকের নতুন অ্যাডভেঞ্চার উপভোগের সুযোগ এনে দিয়েছে।

বছরের শেষ দিকে মুক্তি পাওয়া এই দুই ভিন্নধর্মী সিনেমা দেশের দর্শকদের আনন্দ দেবে বলে আশা করা

Check Also

যৌনপল্লীতে কাজের অভিজ্ঞতা জানালেন রুনা খান

শেরপুর নিউজ ডেস্ক: ‘নীলপদ্ম’, রুনা খান অভিনীত নতুন সিনেমা। যা জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =

Contact Us