শেরপুর নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, অস্বস্তিও তৈরি করেছে। একান্ত বৈঠক রাজনীতিতে প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত।
গত রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যৈষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে চরমোনাই পীর এসব কথা বলেছেন বলে ইসলামীর আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।
রেজাউল করীম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াই দেশের বহুসংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছে। আগামীর বাংলাদেশ নির্মাণে সকলকে সমান গুরুত্ব ও মর্যাদা দেওয়া নৈতিক কর্তব্য। লন্ডন বৈঠকের চরিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবমূল্যায়নের ধারণা জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচন আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা রকম দাবি থাকা স্বত্বেও সব উপেক্ষা করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে একটি সময়সীমা ঘোষণা করেছিলেন। এরপর একান্ত বৈঠকে সময়সীমা পুনর্বিবেচনা করার যৌথ বিবৃতি রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতি স্বার্থেই এই অস্বস্তি দূর করা উচিৎ।
চরমোনাই পীর বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করছে ইসলামী আন্দোলন। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে। স্বৈরতন্ত্রের উত্থান রোধে সাংবিধানিক সংস্কারে আপনাদের সহযোগিতা কামনা করছি।