সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / মিস ইন্টারন্যাশনাল জিতলেন থান থুই

মিস ইন্টারন্যাশনাল জিতলেন থান থুই

শেরপুর নিউজ ডেস্ক: ৬২তম মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতেছেন হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) টোকিওতে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয় ছিনিয়ে নেন তিনি। বিজয়ের মুকুট ঘরে তোলার সঙ্গে ভিয়েতনামের প্রথম বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন থান থুই।

বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২২ বছর বয়সী এই সুন্দরী বলেন, ‘সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল। অবশেষে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। ভিয়েতনামসহ সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে সমস্ত ভালবাসা এবং সমর্থন পেয়েছি। সবাইকে ধন্যবাদ।’

আন্তর্জাতিক মঞ্চ জয় করার আগে থান থুই হো চি মিন সিটির ফু থো স্টেডিয়ামে মিস ভিয়েতনাম ২০২২-এর মুকুট জয় করেছিলন। মিস দা নাং ইউনিভার্সিটি ২০২১ এবং মিস এলিগ্যান্ট স্টুডেন্ট দা নাং ২০২১-এ প্রথম রানার-আপ হয়েছিলেন।

২০০২ সালে জুলাই মাসে জন্মগ্রহণ করা থান থুই ছোটবেলা থেকেই মডেলিংয়ে বেশ আগ্রহী ছিলেন তিনি। নিজের দেশের র‌্যাম্পে হেঁটেছিন বহুবার। সেই সঙ্গে বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্য মডেলিং হিসেবেও কাজ করেছেন। এছাড়া সিউল ফ্যাশন সপ্তাহে মঞ্চেও তার উপস্থিত ছিল।

Check Also

বড়পর্দায় আবারও মুক্তি পাচ্ছে উত্তম কুমারের ‘নায়ক’

শেরপুর নিউজ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের মহানায়কের ছবি ‘নায়ক’ আবারও আসছে বড়পর্দায়। কলকাতায় ‘নায়ক’ দেখা যাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Contact Us