শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে অটোটেম্পু ও অটোরিকসা মালিক সমিতির পুর্নাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় ১৯ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির সভাপতি পদে নাজমুল হক ও সাধারণ সম্পাদক পদে জামাল তালুকদার নির্বাচিত হয়েছেন। বুধবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় সমিতির দপ্তর সম্পাদক সাজ্জাদ আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মির্জা নজরুল ইসলাম, সহ-সভাপতি সাহেব আলী, মো. জাফর আলী, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আজম মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক জিয়াউল হক, সড়ক সম্পাদক মোঃ মিঠু মিয়া, সহ সড়ক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজ্জাদ আলম বাচ্ছু, যোগাযোগ সম্পাদক মোঃ জেল হক, ক্রিড়া সম্পাদক একরামুল হক বাচ্ছু, ধর্মীয় সম্পাদক আব্দুল মালেক ও প্রচার সম্পাদক পদে নিপু তালুকদার নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে নির্বাচন না হওয়া পর্যন্ত এই সমিতির সকল কার্যক্রম পরিচালনার জন্য ত্রি-বাষিক ওই সাধারণ সভায় গঠিত এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
Check Also
শেরপুরে ছাত্রলীগ নেতা মামুন গ্রেপ্তার
শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার …