সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ইংল্যান্ডে সকল প্রতিযোগিতায় নিষিদ্ধ হলেন সাকিব

ইংল্যান্ডে সকল প্রতিযোগিতায় নিষিদ্ধ হলেন সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজন সকল প্রতিযোগিতার জন্য সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে, এই ক্রিকেটারকে শাস্তির দেয়ার কথা জানায় ইসিবি।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২০ বছর ধরে ক্রিকেট খেলা সাকিব তিন মাস আগে কাউন্টি ক্রিকেটে তার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষায় পাশ না করায় এই শাস্তি দিয়েছে ইসিবি।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, চলতি মাসের শুরুতে লাফবারো বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে সাকিবের বোলিংয়ের পরীক্ষা নেয়া হয়। এতে তার অ্যাকশন অবৈধ বলে ধরা পড়েছে।

গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশপে সারের হয়ে টন্টনে সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেন সাকিব। ১৩ বছর পর কাউন্টিতে ফিরে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করেন তিনি, নেন ৯ উইকেট। ম্যাচ চলাকালীন চাকিংয়ের জন্য কোন ‘নো’ ডাকা হয়নি। এই ম্যাচ খেলার দুই মাস পর জানা যায় সাকিবের অ্যাকশন সন্দেহ করে রিপোর্ট জমা দিয়েছেন দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস।

এরপর প্রক্রিয়া অনুযায়ী তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলে ইসিবি। চলতি মাসে ইংল্যান্ডে গিয়ে লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা দেন এই তারকা। তাতে ফল এসেছে বিস্ময়করভাবেই নেতিবাচক। কাউন্টি খেলার পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন সাকিব, ভারতের বিপক্ষে খেলেছেন দুই টেস্ট। এরপর অবসর নাটকীয়তা হয়েছে তাকে ঘিরে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসর খেলছেন তিনি। আবুধাবি টি-১০ লিগের পর শ্রীলঙ্কায়ও এখন টি-১০ লিগে ব্যস্ত আছেন সাকিব।

Check Also

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন আহমেদ

শেরপুর নিউজ ডেস্ক: গত বছরের সেরা ওয়ানডে পারফর্মারদের নিয়ে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন তাদের বাৎসরিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =

Contact Us