সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ২৮ ছাত্রসংগঠনের মতবিনিময় অনুষ্ঠিত

২৮ ছাত্রসংগঠনের মতবিনিময় অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ২৮টি ছাত্রসংগঠনের নেতারা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত এলে জীবন দিয়ে হলেও তা মোকাবিলার প্রত্যয় জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রাজধানীর কাঁটাবনের একটি রেস্তোরাঁয় জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ ২৮টি ছাত্রসংগঠনের কেন্দ্রীয় নেতাদের এই সভা হয়। অনেকের আপত্তির কারণে ইসলামী ছাত্রশিবিরকে এ সভায় ডাকা হয়নি বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

এর আগে বুধবার রাতে ৩০টি ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাত্রনেতা হিসেবে অন্য সংগঠনগুলোর কোনো নেতাকে না ডেকে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকার প্রতিক্রিয়ায় বুধবারের বৈঠক কার্যত বর্জন করে ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনসহ বেশির ভাগ (ছাত্রশিবির বাদে) পরিচিত ছাত্রসংগঠন। মূলত সেই সংগঠনগুলো বৃহস্পতিবার মতবিনিময় করল।

সভা শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। এতে বলা হয়, মতবিনিময় সভায় ছাত্রনেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচন, অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Check Also

সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন চায় না ইসলামী আন্দোলন

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, নারীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 11 =

Contact Us