শেরপুর নিউজ ডেস্ক:
আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর ৩৭ বছর পদার্পণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমার মুক্তি আলোয় আলো’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে করতোয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশকে উৎসর্গ করে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা পরিচালনায় ওই সংগঠনের শিল্পীরা ‘দেখো আলোয় আলোয় আকাশ’ এই গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন।
এরপর সংগঠনের শিশু শিল্পীরা ৩৭টি প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোতাহার হোসেন, বীট মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সৈকত, ময়মনসিংহ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, এড. মোজাম্মেল হক পিপি, জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রেজাউল বারী ঈশা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ কবির, সহ-সাধারণ সম্পাদক স্বর্ণকার জহুরুল ইসলাম রতন, সাংবাদিক অরূপ রতনশীল, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সদস্য লায়ন অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সুমা প্রমুখ।
Bogura Sherpur Online News Paper