সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় পরকীয়া প্রেমিকা নিয়ে উধাও ব্যাংক কর্মচারী

বগুড়ায় পরকীয়া প্রেমিকা নিয়ে উধাও ব্যাংক কর্মচারী

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের পর বাড়ী ছাড়া করে পরকীয়া প্রেমিকাকে নিয়ে উধাও হয়েছে আব্দুর রহিম রকি নামের এক ব্যাংক কর্মচারী। রকি বগুড়া সদরের সূত্রাপুরের আজাদ পাম্প এলাকার আব্দুল বাসেদের পুত্র এবং বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের আউটসোর্সিং কর্মচারী বলে জানা গেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় রকির বিরুদ্ধে অভিযোগ করেছেন তার স্ত্রী মোঃ রুমানা আক্তার।

থানায় লিখিত অভিযোগে বলা হয়, উক্ত রকির সাথে গত ১৪ বছর ধরে ঘর সংসারকালে তাদের ১২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি বাবার নিকট থেকে যৌতুক হিসেবে ৪০ লক্ষ টাকা দাবী করে রুমানাকে প্রথমে চাপ ও পরে নির্যাতন করে গত ২৬ অক্টোবর আমার তিন ভরি ওজনের সোনার গহনা কেড়ে নিয়ে বাসা থেকে বাবার বাড়ী পাঠিয়ে দেয় রকি। এ সুযোগে রকি গত ২৮ অক্টোবর দুপুরে তার পরকীয়া প্রেমিকা শহরের কৈগাড়ী এলাকার বাসিন্দা সরকারী কর্মচারী আব্দুর রাজ্জাকের স্ত্রী নার্গিস সুলতানাকে নিয়ে গা ঢাকা দিয়েছে। ১৬ বছর সংসার জীবনে উক্ত নার্গিস এক মেয়ে ও এক ছেলের জননী। এ ঘটনায় সদর থানায় গত ২৯ অক্টোবর একটি লিখিত অফিযোগ করেছেন স্ত্রী রুমানা । এ বিষয়টি জানতে পেরে উক্ত রকি স্ত্রী রুমানা ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমি দিচ্ছেন ।

বাদী রুমানা আক্তার জানান, উক্ত রকি একটি বেসরকারী কোম্পানীর সাথে ব্যবসা করে। সেই কোম্পানীর কাজ করতে গিয়ে ওই মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমি অনুরোধ করেও ফেরাতে পারিনি।

এদিকে পরকীয়া প্রেমিকার স্বামী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বাড়ী থেকে পালিয়ে যাওয়ার সময় তার ৬ভরি সোনার গহনা ও নগদ ৪ লাখ টাকা নিয়ে গেছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নিচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত রকির সাথে একাধিক মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সব ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Check Also

আদমদীঘিতে সাবেক এমপির ভাই আপন গ্রেফতার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় বগুড়া-৩ আসনের সাবেক এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =

Contact Us