Bogura Sherpur Online News Paper

দেশের খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩৯ অভিযোগ

 

শেরপুর নিউজ ডেস্ক:

পৃথক গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও ৩৯টি অভিযোগ দাখিল করা হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বিভিন্ন সময়ে এসব ব্যক্তি গুমের শিকার হন। এদের অধিকাংশই আর ফিরে আসেননি। গতকাল রবিবার বাংলাদেশ গুম পরিবারের নামে একটি সংগঠনের পক্ষে এসব অভিযোগ দাখিল করা হয়। চিফ প্রসিকিউটরের পক্ষে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ অভিযোগগুলো গ্রহণ করেন।

এসব গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তাসহ ৭০ জনকে দায়ী করা হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এই সংগঠনের পক্ষ থেকেই

গুমের ঘটনায় আরও ১১টি অভিযোগ দাখিল করা হয়। তার আগে চিকিৎসক ইসরাত রফিক ঈশিতা ২২ সেপ্টেম্বর ও ব্যবসায়ী এনামুল কবির ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে গুমের অভিযোগ দাখিল করেন।

গতকাল অভিযোগ গ্রহণের পর প্রসিকিউটর সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, যাচাই-বাছাই শেষে এসব অভিযোগ গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। অভিযোগ দাখিলের পর বাংলাদেশ গুম পরিবার নামে সংগঠনের আহ্বায়ক বেল্লাল হোসেন বলেন, এসব গুমের সঙ্গে বিগত সরকারের ১২শ থেকে ১৪শ অপরাধী জড়িত। তবে এই অভিযোগে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭০ জনের নাম উল্লেখ করেছি। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us