Home / বগুড়ার খবর / শেরপুরে শ্রমিক ও ছাত্র-জনতার বিশাল সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে শ্রমিক ও ছাত্র-জনতার বিশাল সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে শ্রমিক ও ছাত্র-জনতার বিশাল সমাবেশ শুক্রবার (২৫অক্টোবর) বিকেলে শহরের ধুনটমোড়স্থ পৌর টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সেইসঙ্গে স্থানীয় উপেজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জানে আলম খোকার বহিস্কার আদেশ প্রত্যাহার করার জন্যও দলীয় হাই কমান্ডের নিকট জোর দাবি জানিয়েছেন তারা। এছাড়া একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহত পাঁচ সাংবাদিক ও বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে আর্থিক অনুদানও দেওয়া হয়।

শেরপুর উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির উদ্দ্যোগে ওই শ্রমিক ও ছাত্র-জনতার বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি বিএনপি নেতা আরিফুর রহমান মিলন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনটের গণমানুষের নেতা আলহাজ্ব জানে আলম খোকা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শেরপুর মালিক-শ্রমিক যৌথ কমিটির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু।

বগুড়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা, শেরপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, বগুড়া জেলা ট্রাক ট্যাংলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান, বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসমত আলী, সাধারণ সম্পাদক গোলজার রহমান, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোন্নাফ আকন্দ, অটোটেম্পু-অটোরিক্সা মালিক সমিতির সভাপতি নাজমুল হক, শ্রমিক নেতা হোসেন আলী ধুল্যা, নিলু ফকির, উপজেলা ছমিল মালিক সমিতির নেতা আব্দুল লতিফ সরকার, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি নূরে আলম শাকিল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লিটন, শ্রমিক নেতা শাহ কিরণ, ইউসুফ আব্দুল্লাহ হারুন, শওকত খন্দকার, মুসলিম উদ্দিন, এনামুল ইসলাম জিন্নাহ, বদিউজ্জামান বদি প্রমুখ। সমাবেশে মালিক শ্রমিকদের বৈষম্য দূর করার জন্যও আহবান জানানো হয়।

Check Also

নন্দীগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে খাদিজাতুল কোবরা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Contact Us