সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / দেশের রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে করার চক্রান্ত চলছে:জয়নুল আবদিন ফারুক

দেশের রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে করার চক্রান্ত চলছে:জয়নুল আবদিন ফারুক

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশে আগস্টের বিপ্লবের পর দেশের রাজনৈতিক আকাশকে আবার ঘোলাটে করার জন্য চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে এনে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে মানুষের অনেক প্রত্যাশা উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি আবু সাঈদের রক্ত মুগ্ধের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন, কেউ বসিয়ে দেয়নি। আপনি নিজের ইচ্ছায় এ দেশের ক্ষমতায় আসেননি। আপনি বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আপনাকে ক্ষমতায় বসাতে হবে। কারণ বাংলাদেশের ১৬ বছর ধরে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে তাদেরকে বিচারের আওতায় আনার একমাত্র যোগ্য ব্যক্তি হলেন আপনি।

‘ড. ইউনূসের কাছে জনগণের প্রত্যাশা শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা নয়, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করা দরকার।’ ফারুক আরও বলেন, সেই সরকার গঠনের প্রক্রিয়া আপনাকে অবশ্যই শুরু করতে হবে। তাই আপনি সময় বুঝে অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন।

Check Also

সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করব: ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দেয়ার তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 15 =

Contact Us