সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / বগুড়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বগুড়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদক নামের এক নারী। রোববার রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ কন্যা সন্তানের জন্ম দেন তিনি৷ অনন্যা মোদাক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চা দোকানি রতন মোদকের স্ত্রী।

অনন্যা মোদকের পরিবারের লোকজন জানান, রতন মোদকের সঙ্গে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে হয় অনন্যা মোদকের। তবে শারীরিক নানা জটিলতায় অর্ধযুগ ধরে নিঃসন্তান ছিলেন এই দম্পতি পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ৯ মাস আগে অন্তঃসত্ত্বা হন ৷ আল্ট্রাসোনোগ্রাফি করায় আগে থেকেই ৪ সন্তানের আগমনের খবর জানতো পরিবার। তাই একসঙ্গে ৪ নবজাতকের জন্মের খবরে স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

এ বিষয়ে ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, সিজারের পর অনন্যা ও তাঁর ৪ নবজাতকই সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাড়িতে যেতে পারবেন।

Check Also

শীতকালে গলার যত সমস্যা

শেরপুর ডেস্ক: শীতের সময় ঠান্ডা পরিবেশ, ধুলাবালি বেড়ে যায়। এ পরিবর্তিত আর্দ্রতায় শরীর হঠাৎ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Contact Us