শেরপুর নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ বর্তমানে ‘নিষ্ক্রিয়’ থাকায় তাঁকে ছাড়াই সরকার ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করার জন্য সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ বর্তমানে অকার্যকর। এ ছাড়া তিনি পতিত স্বৈরাচারী সরকারের পরিবারের সদস্য; পাশাপাশি একাধিক ফৌজদারি মামলা এবং আর্থিক অপরাধে অভিযুক্ত থাকায় এই সরকার চিঠি পাঠিয়েছে। খবর বাসসের।
উপ-প্রেস সচিব বলেন, সরকার চিঠির মাধ্যমে ডব্লিউএইচওকে জানিয়েছে– বাংলাদেশ যেন সায়মা ওয়াজেদের মাধ্যম ছাড়াই সরাসরি সংস্থাটির সঙ্গে যোগাযোগ করতে পারে। এ বিষয়ে ডব্লিউএইচওকে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, যেহেতু ডব্লিউএইচও তাদের আঞ্চলিক পরিচালক নিয়োগ করে; তাই বাংলাদেশকে আঞ্চলিক পরিচালকের সঙ্গে সমন্বয় রক্ষা করে ডব্লিউএইচওর সঙ্গে যোগাযোগ করতে হয়।
তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ পতিত স্বৈরাচারীর পরিবারের সদস্য এবং তিনি দেশের জন্য তাঁর সর্বোত্তম চেষ্টা করবেন কিনা– তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটি একটি নৈতিক বিষয়। কারণ সায়মা ওয়াজেদ আর্থিক অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং তাঁর ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাঁর অপরাধের তদন্ত করছে। তাই তাঁর সঙ্গে কাজ করা সম্ভব নয়।
সরকার ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করতে আগ্রহী এবং সংস্থাটিকে এ বিষয়ে তারা কী পদক্ষেপ নিচ্ছে, সে সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করার অনুরোধ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব।




Users Today : 70
Users Yesterday : 291
Users Last 7 days : 1319
Users Last 30 days : 6118
Users This Month : 4392
Users This Year : 35800
Total Users : 511048
Views Today : 120
Views Yesterday : 437
Views Last 7 days : 2210
Views Last 30 days : 9464
Views This Month : 6541
Views This Year : 103863
Total views : 772071
Who's Online : 4