Home / বগুড়ার খবর / দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে-বাদশা

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে-বাদশা

 

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।১৭বছর আমরা রাজপথে আন্দোলন,সংগ্ৰাম করেছি শুধু গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। কিন্তু আমাদের আন্দোলনে শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যৌতিক সময়ের মধ্যেই নির্বাচনের দাবি জানাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো থামেনি। আপনার ঐক্যবদ্ধ থাকুন। জুলাই-আগস্ট বিপ্লবকে ভূল পথে পরিচালিত করার জন্য চক্রান্ত করছে একটি মহল।

আমরা এই কর্মী সভা থেকে মেসেজ দিচ্ছি আপনারা জনগণের ঘরে ঘরে, পাড়ায়, মহল্লায় গিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার কথা বলুন, তারেক রহমানের কথা বলুন, ধানের শীষের কথা বলুন।

আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদারের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টোর সঞ্চালনায় বুধবার ১৬অক্টোবর বিকেলে উপজেলার গোহাটি ময়দানে কাহালু কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন।

 

আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুর হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা বিএনপির প্রবাসী সম্পাদক আব্দুল মান্নান,জেলা মহিলা দলের সাধারণ সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আবু হাসান,জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি সরকার মকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল সচিব এনামুল হক সুমন,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম,আর হাসান পলাশ, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি

Check Also

নন্দীগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে খাদিজাতুল কোবরা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Contact Us