Home / দেশের খবর / ফরিদপুরে মদপানে তিন তরুণীর মৃত্যু

ফরিদপুরে মদপানে তিন তরুণীর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

ফরিদপুরে মদপানে দুই তরুণীর পর এবার স্বপ্না বাউলি নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মদপানে তিনজনের মৃত্যু হলো।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্বপ্না বাউলি চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বপ্না বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘুরাঘুরির জন্য বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রোববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থ হয়ে পড়লে সে মদপানের কথা স্বীকার করে। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক উপসর্গগুলো দেখে জানা গেছে, মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

চরভদ্রাসন থানার ওসি আব্দুল গাফফার বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার ভোরে মদপানে পূজা ও রত্না নামে দুই বান্ধবীর মৃত্যু হয়। দুজন রাজেন্দ্র কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। তারা হলেন, মাগুরার শালিথা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে পূজা বিশ্বাস (২০) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে রত্না সাহা (২৬)।

Check Also

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =

Contact Us