Home / বিনোদন / ২ মাস পর গান গেয়ে ফেসবুক পেজে প্রকাশ্যে মমতাজ

২ মাস পর গান গেয়ে ফেসবুক পেজে প্রকাশ্যে মমতাজ

শেরপুর নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। কেউ বিদেশে চলে যান, কেউ আবার দেশে গা ঢাকা দেন। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিনোদন জগতের তারকারাও প্রকাশ্যে আসছেন না।

সংগীতশিল্পী মমতাজও ৫ আগস্টের পর থেকে ‘নিখোঁজ’ ছিলেন। তবে দুই মাসেরও বেশি সময় পর গত রবিবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়েছেন এই সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন মমতাজ।

৪ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ হওয়ার পর মন্তব্যের ঘরে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। মাত্র ২ ঘণ্টার মধ্যে ভিডিওটিতে প্রায় ১৩ হাজার রিঅ্যাকশন এবং ২ হাজার ৩০০-র বেশি মন্তব্য আসে। তবে অধিকাংশ মন্তব্যই ছিল নেতিবাচক। তবে কিছু ইতিবাচক মন্তব্যও দেখা গেছে।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে ছিল, তখন ৪ আগস্ট ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মমতাজ। ওই পোস্টে তার নামেই তৈরি একটি হাসপাতালে ভাঙচুরের কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘সাধারণ জনগণের সেবার জন্য হাসপাতাল করেছি। সেই হাসপাতাল ভেঙে ওরা জনগণের পাশে কি নিয়ে দাঁড়াতে চায়?’ তবে পরবর্তীতে ওই পোস্টটি তিনি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।

Check Also

সাদায় অপুর নতুন লুকের চমক

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন হিসেবে খ্যাত এই অভিনেত্রী কারও কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 7 =

Contact Us