সর্বশেষ সংবাদ
Home / এক নজরে শেরপুুর / যাদের অবদানে ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ পুনঃ নির্মিত হয়েছে

যাদের অবদানে ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ পুনঃ নির্মিত হয়েছে

 বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা গ্রামে এলাকার অন্যতম সমাজসেবক মরহুম মুন্সী আব্দুল কুদ্দুস,মরহুম মুনসী আব্দুল মালেক,মরহুম আব্দুল মান্নান মিঞা প্রতিষ্ঠিত ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ যাদের অবদানে পুনঃ নির্মিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

শেরপুর নিউজ ডেস্ক: মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মুন্সী মুনছুরুল হক নায়না জানান ২০২১ সালের ২১ ফেব্রয়ারি মসজিদ পুনঃ নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৫৫০ বর্গফুট মসজিদ পুনঃ নির্মাণ কাজে প্রায় ৩০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মান্নান মিঞার সহধর্মিণী বেগম জান্নাত আরা প্রথমে ৩ লাখ টাকা অনুদান দেন। সেই টাকা দিয়েই পুনঃ নির্মাণ কাজ শুরু করা হয়। পরবর্তীতে তিনি মসজিদের ১০ টি থাই জানালা (গ্রীলসহ) তৈরি করে দেন। তাতে খরচ হয়েছে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মুন্সী আব্দুল মালেকের ছেলে বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ ১৭ হাজার ৭৫০ টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও শিল্পপতি আব্দুল আজিজ, শিল্পপতি সারোয়ার রহমান মিন্টু, শিল্পপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, আলহাজ্ব আব্দুল কাদের তালুকদার, শিল্পপতি আলাল আহাম্মেদ, গৃহিনী মোছা: শরিফুন নাহার মুন্নি, প্রভাষক নাহিদ আল মালেক, মুনসী আশরাফুল আলম পুরন,ফারজানা পারভীন কলি, নাজমুন নাহান রোজা,আজাহার আলী রাজা,ছানোয়রুল ইসলাম বাচ্চু, প্রভাষক মোহাম্মদ আলী,প্রভাষক আহম্মদ আলী, মো: সাইফুল ইসলাম (নায়েব),মুনসী আহসানুল বারী সার্থকসহ বিশিষ্ট দানশীল ব্যক্তিদের নিকট থেকে মসজিদ পুনঃ নির্মাণ কাজে প্রায় ৬২৫ বস্তা সিমেন্ট ও সাত হাজার ১ নম্বর ইট সংগ্রহ করে দিয়েছেন।

মরহুম আব্দুল মান্নান মিঞার বড় ছেলে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জিয়ন কুদ্দুস ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ লাখ ৪ হাজার টাকা দিয়েছেন। এছাড়া মরহুম মুন্সী আব্দুল মালেক এর ছোট ছেলে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মুনছুরুল হক নায়না ২ লাখ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন । মরহুম আব্দুল মান্নান মিঞার একমাত্র মেয়ে এ্যাড. মিতা ইয়াছমিন নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা দিয়েছেন। মরহুম আব্দুল মান্নান মিঞার ছোট ছেলে আমেরিকা প্রবাসী মোহাম্মদ জুবায়ের কুদ্দুস মিঞা মসজিদের টাইলস করার জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন। আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র সহধর্মীনি মোছা: সুলতানা পারভিন নার্গিস ১ লাখ টাকা দিয়েছেন। মরহুম মুন্সী আব্দুল মালেক এর ছোট মেয়ে মোছা: পারভীন সুলতানা পপি ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। মরহুম মুন্সী আব্দুল মালেকের বড় নাতী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামছুদ্দিন আহম্মেদ লিটন ৭০ বস্তা সিমেন্ট ক্রয়ের জন্য ৩৩ হাজার টাকা দিয়েছেন। এছাড়াও ভাটরা গ্রামের নূরুল ইসলাম খান (নূর মেম্বার) আমজাদ হোসেন মেম্বার, মাসুদ রানা মাষ্টার, আব্দুল মজিদ মন্ডল, আবুল কাশেম, সাহেব আলী, হেলাল উদ্দিন,দলু মন্ডল, মিন্টু মন্ডল,আব্দুর রহিম, মো: নুরুন্নবী,জাহিদুল ইসলাম,সাইফুল ইসলাম,মেহেদি হাসানসহ মসজিদ সংলগ্ন এলাকার লোকজন ও মুসুল্লিরা প্রায় ৩২৫ বস্তা সিমেন্ট ও ২৬ হাজার ৫০০ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া আরও অনেকেই মসজিদ পুনঃ নির্মাণ কাজে সহযোগিতা করেছেন এবং সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। মসজিদের খতিব হাফেজ মাও: জহুরুল ইসলাস বলেন যাদের অবদানে ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ পুনঃ নির্মাণ কাজ দ্রæত সম্পন্ন হওয়ার পথে তাদের প্রতি এলাকাবাসী এবং মসজিদের মুসুল্লিবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভাটরা গ্রামের তরুন রাজমিস্ত্রি সাজেদুল ইসলামসহ একদল রাজমিস্ত্রি ও শ্রমিক, টাইলসমিস্ত্রি সিরাজ ও তার সহকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন।

ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু জানান মসজিদ পুনঃ নির্মাণ কাজে এখনও পর্যন্ত কোন দাতাসংস্থা বা সরকারী কোন প্রকার অনুদান পাওয়া যায়নি। তবে এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তিদের নিকট থেকে মসজিদ পুনঃ নির্মাণ কাজের জন্য প্রায় ৯৫০ বস্তা সিমেন্ট ও সাত হাজার ১ নম্বর ইট অনুদান পাওয়া গেছে। যার আনুমানিক মুল্য মোট ৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। তিনি আরও বলেন ভাটরা নূর কুদ্দুস জামে মসজিদ পুনঃ নির্মাণ কাজে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত মোট খরচ হয়েছে ২৯ লাখ ৪২ হাজার ১০ টাকা।

তথ্য: গজমুর্খ মন্ডল এর ফেসবুক ওয়ালে ৬ অক্টোবর, ২০২১; বুধবার প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 14 =

Contact Us