Home / বগুড়ার খবর / বগুড়ার বিভিন্ন হাট-বাজারে নির্বিচারে বিক্রি হচ্ছে সর্বরোগের মহৌষধ

বগুড়ার বিভিন্ন হাট-বাজারে নির্বিচারে বিক্রি হচ্ছে সর্বরোগের মহৌষধ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার বিভিন্ন হাট-বাজারে ভাসমান হাতুড়ে চিকিৎসক বা কবিরাজ অবাধে মানহীন ওষুধ বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বেশীরভাগ ক্ষেত্রেই এসব বিক্রেতার টার্গেট হচ্ছে সহজ সরল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর মানুষ। এসব হাতুড়ে চিকিৎসক বা কবিরাজের খপ্পরে পড়ে মানুষ হারাচ্ছে শরীরের মূল্যবান অঙ্গ। যুগ যুগ ধরে এ ভয়ানক নৈরাজ্য চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা লক্ষ্য করা যায়নি। কথিত চিকিৎসক বা কবিরাজের কোন লাইসেন্স বা অনুমোদন পত্র না নিয়ে এই জাতীয় ব্যবসা চালানের পরেও প্রশাসন এ ব্যাপারে বরাবরই উদাসীন।

বগুড়া জেলার বিভিন্ন স্থানে ও হাট-বাজারে ঘুরে দেখা গেছে, হারবাল বা ইউনানী প্রতিষ্ঠানের নামে ব্যাপক প্রচার-প্রচারনা। শহরের প্রধান প্রধান রাস্তা থেকে শুরু করে বিভিন্ন মহল্লার অলিগলিতে দেখা যায় এসব কোম্পানির পোষ্টার। এমনকি বাসে উঠলেও দেখা যায় এসব পোষ্টার। পোষ্টারে লেখা থাকে ২৪ ঘন্টা বা ৭ দিনে যৌনরোগ নিরাময়, চিকন স্বাস্হ্য মোটাতাজা সহ সকল রোগের সমাধান করা হয়। বিফলে মূল্য ফেরত বিষয়টিও মোটা দাগে লিখতে ভুল করেনা অনেক কোম্পানি। পোষ্টারের পাশাপাশি এসব কোম্পানি লিফলেটও বিলি করে থাকে। অনেক সময় আবার দেখা যায়, কোন স্থানে প্রাইভেট কার থামিয়ে হ্যান্ডমাইকের সাহায্যে লোকজনের উদ্যেশ্যে বক্তব্য রেখে ওষুধ বিক্রি করা হচ্ছে। আবার অনেকে রাস্তার পাশে অনেক ধরনের গাছ বা বিভিন্ন উপাদান সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। অনেকে আবার লোক জড়ো করার কৌশল হিসেবে গান, জাদু বা কৌতুকের আয়োজন করে।এতে পথচারীরা সহজেই আকৃষ্ট হয়। সেই সুযোগে ওষুধ বিক্রেতারা তাদের বক্ত্যব্যের মাধ্যমে সহজ সরল মানুষের মন গলিয়ে তাদের কতিপয় ওষুধ বিক্রি করে।
নাম প্রকাশ না করার শর্তে কথিত একজন হেকিম জানায়, সাধারণত যে সমস্যাগুলো সবার আছে বা সেগুলো কোন সমস্যাই নয় এমন বিষয়গুলোকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে মানুষ কে দূর্বল এবং বিভ্রান্ত করার চেষ্টা করে। সহজ সরল মানুষদের প্রভাবিত করে সামান্য সমস্যা গুলোকে অনেক বড় সমস্যা হিসেবে দেখিয়ে মানুষকে ভীত করার চেষ্টা করে। অনেক ক্ষেত্রেই সফলও হয়। অনেকেই তার বড় কোন সমস্যা হয়েছে মনে করে ওষুধ কেনেন। আবার কিছুকিছু সময় আমরা ভিন্ন কৌশল অবলম্বন করি। অনেকেই আছেন প্রথম মূল্য ছাড়াই ওষুধ খাওয়াই। পরে জানানো হয় যে,আরো কয়েক ডোজ না খেলে কোন কাজ হবেনা। তখন বাধ্য হয়েই মানুষ আমাদের কথা মতো আরো কয়েক ডোজ ওষুধ কিনতে বাধ্য হয়। আবার কারো কারো কাছে প্রথম অল্প টাকার ওষুধ বিক্রি করি। পরে বলা হয়, এই ঔষধের সঙ্গে অমুক ওষুধ না খেলে কোন কাজ হবেনা। তাই বাধ্য হয়েই লোকজন বেশি টাকা দিয়ে আর ও ওষুধ কেনেন। এ ছাড়া এক ডোজ ওষুধ দেয়ার পর ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়। পরে ফোনে যোগাযোগ করলে আরও ওষুধ নিতে হবে বলে জানানো হয়। সে আরও জানায়, আমার পূর্ব পুরুষেরা বিভিন্ন গাছগাছালি থেকে ওষুধ বানিয়ে তা বিক্রি করছেন। আমিও তাই করছি। এসব ওষুধ বিক্রি করার জন্য প্রয়োজনীয় অনুমোদন আছে কিনা জানতে চাইলে, একটু রেগে গিয়ে তিনি বলেন,গাছগাছালির ওষুধ বিক্রি করতে অনুমোদন লাগেনা।
বগুড়া সদরের ঘোড়াধাপ হাটে এমনি একটি আসরে গিয়ে দেখা গেল, বিক্রেতা একটি চেয়ারে বসে আছে। সামনে উঁচু একটি চৌকি, চৌকিতে সাজানো রয়েছে বেশ কয়েকটি বড় বোতল ও গামলা। গামলা গুলোতে রয়েছে চড়ুইপাখির নিমা, মৃগনাভিসহ বিভিন্ন প্রানীর অঙ্গ-প্রত্যঙ্গ ও জোঁক। বিক্রেতাদের দাবী সাজানো বোতলের তেল মালিশে সব ধরনের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে। এই তেল মালিশ না করলে লক্ষ লক্ষ টাকার ওষুধ খেলেও কোন যৌন সমস্যার সমাধান হবে না। আরও কিছু ওষুধ দেখিয়ে বলা হয়, এসবে আছে হাজারো উপাদান। এসব খেলে গ্যাসট্রিক আলসার, পেট ব্যাথা, বাত এসব বিভিন্ন রোগ নিরাময় হয়। এ সময় একটি এ্যালবামে সংরক্ষিত নারী পুরুষের বিভিন্ন ভঙ্গিমার ছবিও দেখানো হয়।
সরেজমিনে দেখা গেছে, এ ধরনের হাতুড়ে চিকিৎসা শুধু বগুড়াতেই নয় দেশের প্রায় জায়গায় তারা সিন্ডিকেটের মাধ্যমে পসরা সাজিয়ে মুখরোচক কথা এবং রোগ মুক্তির আশ্বাস দিয়ে এই জাতীয় ওষুধ বিক্রি করছে।শুধু ফুটপাতে ভ্রাম্যমান অবস্থায় নয়। শহর ও শহরতলীর বিভিন্ন আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসার নামেও গড়ে উঠেছে শত শত চিকিৎসা প্রতিষ্ঠান। যারা মনগড়া তৈরি করেছে তাদের ঔষধ। এ ছাড়া শহরসহ গ্রামাঞ্চলে এমন অনেক নামসর্বস্ব হোমিও হারবাল প্রতিষ্ঠান রয়েছে যেখানে হোমিও সম্পর্কিত নানা উচ্চ শিক্ষার পদবী ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক সেজে প্রতারনার মাধ্যমে আদায় করা হচ্ছে মোটা অংকের টাকা।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এসব ওষুধ সেবন করা বিপদজনক। এসব ঔষধে ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যাল, ফ্লেভার এবং রং মিশ্রন করে অস্বাস্হ্যকর পরিবেশে তৈরি করা হয়। এই জাতীয় ওষুধ সেবন বা ব্যবহার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক মনিটরিং পরিচালিত হলে এই জাতীয় ব্যবসা রোধ হবে বলে আশা করেন ওই কর্মকর্তা।
বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ শফিউল আজম জানান, এই ব্যাপারে আমাদের সার্বক্ষনিক নজরদারি রয়েছে। সংশ্লিষ্টদের কে নির্দেশ দেয়া আছে মানব দেহের জন্য এই জাতীয় ক্ষতিকর ওষুধ বা মালিশ বিক্রি করলে তাদের কে আইনের আওতায় নিয়ে আসার জন্য।

Check Also

নন্দীগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে খাদিজাতুল কোবরা (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us