সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪ টায় শেরপুর শহিদীয়া আলীয়া মাদ্রাসা মাঠে এ গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ।

ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর অমেরিয়া সমুতল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, শেরপুর সরকারী ডিজে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্নাহ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ শেখ, মহিপুর মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার, তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর, শেরপুর শহিদীয়া আলিয়া মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মাহ মুদুল্লাহ আল কাফি প্রমুখ।

Check Also

অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জেলা প্রশাসক বগুড়া

  শেরপুর ডেস্ক: অবৈধ মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + fifteen =

Contact Us