সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / গুমের সঙ্গে জড়িতদের বিচারে পাশে থাকবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

গুমের সঙ্গে জড়িতদের বিচারে পাশে থাকবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

 

শেরপুর নিউজ ডেস্ক:

গুমের সঙ্গে জড়িতদের বিচারের লড়াইয়ে বিএনপি স্বজনদের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের চিত্র তুলে ধরে তোলা আলোকচিত্র প্রদর্শনীর এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যদি ভবিষ্যতে একটি গুমের ঘটনা হয়, একটি বিচারবহির্ভূত ঘটনা হয়, অবৈধ আটকাদেশের ঘটনা হয়- আমরা তাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।

তিনি বলেন, গুমের ঘটনার সাথে যারা দায়ী, যারা গুম করেছে, হত্যা করেছে- তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন, বিচারের সম্মুখিন করুন।

গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘গুম : জান ও জবান’- শীর্ষক এই অনুষ্ঠান হয়। সেখানে গুমের শিকার স্বজনরা উপস্থিত ছিলেন। সবার হাতে ছিল তাদের প্রিয়জনদের আলোকচিত্র। প্রদর্শনীতে বিভিন্ন পরিবারের নানা গল্প ফুটে ওঠে আলোকচিত্রীর ছবিতে।

একটি ছবিতে দেখা যায়, সিসিটিভি ফুটেজে মানুষ উঠিয়ে নেওয়ার দৃশ্য সাদা প্রাইভেটে। আরেক ছবিতে মেলে ভারাক্রান্ত চেহারায় অসুস্থ মায়ের অপেক্ষা ছেলের ছবি হাতে। কোনো ছবিতে দেখা যায় মা-ছেলে অপলক তাকিয়ে আছে জানালার দিকে। হয়তো অপেক্ষায় প্রিয় মানুষটি ফেরার। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি নিজেই গুম ছিলাম। কবর থেকে বেরিয়ে আসা একজন মানুষ। আমাদের দেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করার জন্য কাজ করতে হবে। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পাননি, আপনারা তো জিন্দা লাশ। এই অনুষ্ঠান থেকে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে বলছি- যারা গুমের সংস্কৃতির ধারক-বাহক, যারা গুম করেছে, হত্যা করেছে- তারা কারা সেটা আপনারা জানেন, বাংলাদেশের জনগণও জানেন। এই জিয়াউল হাসান, বেনজীর, মনিরুল, ডিবি হারুন, বিপ্লব, মেহেদী- যত আছে নো মার্সি- তাদের ইন্টারোগেট করতে হবে। তারা মানুষকে গুম করেছে, হত্যা করেছে-তাদের বিচার করতে হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে আছে সমস্ত জায়গায়। গতকাল (রোববার) একটা অনুষ্ঠানে আমি সরকারকে বলেছি, পাবলিক সার্ভিস কমিশনে যারা ছাত্রলীগ ছাড়া অন্য কাউকে চাকরি না দেওয়ার সুপারিশ করেছে- তারা যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করে, আমরা তাদের পদত্যাগ করাব। এ রকম দেখবেন সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। এরা থাকলে আমরা কীভাবে বিচার পাব?

বিকেলে অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আলোকচিত্রী মোশফিকুর রহমান জোহান বক্তব্য রাখেন।

মোশফিকুর রহমান জোহানের ক্যামেরার আলোকচিত্র প্রদর্শনীটি নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালের অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, আলোকচিত্রী শহিদুল আলম, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সিনিয়র গবেষক তাসকিন পারভীন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Check Also

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী

শেরপুর নিউজ ডেস্ক: আগামী নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে জামায়াতে ইসলামী কিছু মৌলিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nine =

Contact Us