সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল অনুষ্ঠিত

নন্দীগ্রামে ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল অনুষ্ঠিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, খেলা ধুলার কেন বিকল্প নেই, খেলা ধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দুরে রাখতে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারো দেশের চিত্র পাল্টে দিতে।

নন্দীগ্রাম কিশোর ক্লাবের আয়োজনে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৪ গ্রান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই কথাগুলো বলেন।

নন্দীগ্রাম কিশোর ক্লাবের পরিচালক মো. আল মাসুম রুনুর সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টটি উদ্বোধন করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. হুমায়ুন কবির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, বিএনপি নেতা জহুরুল ইসলাম মাস্টার, ইয়াসিন আলী, প্রচার সম্পাদক মশিউর রহমান মশি, নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন, নন্দীগ্রাম থানার এসআই নাজমুল, ও সারোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন, সাবেক মেয়র শ্রী-সুশান্ত কুমার শান্ত, আব্দুল বারী বারেক,। পৌর বিএনপির সভাপতি মো, আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু , যুগ্ম-সম্পাদক রেজাউল করিম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক সবুজ, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ন- আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, সাংগঠনিক সম্পাদক আল আমিন,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

উক্ত খেলায় সামিউর রহমান তুষারের জাররাহ্ সুপার কিংস্ ক্লাব, মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ক্লাবকে ৩-১ গোলে পারজিত করে বিজয়ের ট্রফি হাতে নেয়। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

Check Also

নন্দীগ্রামে এবার ৪৫ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে এবছর ৪৫টি মন্ডপে দূর্গা পুজার প্রস্তুতি শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − three =

Contact Us