শেরপুর নিউজ ডেস্ক:
ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আসাদুজ্জামান বাচ্চুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। আসামি বাচ্চু রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানা এলাকার ছাত্তার শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে রাজবাড়ি জেলার মধুখালী উপজেলার আসাদুজ্জামান বাচ্চুর সঙ্গে একই এলাকার মৃত মতিয়ার রহমানের মেয়ে শান্তার বিয়ে হয়। বাচ্চু একটি মুরগির ফার্মে কাজ করত।বিয়ের তিন মাস পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত। কয়েকবার মারধরের পর থানায় ও স্থানীয়ভাবে একাধিকবার বিচার হয়। এক পর্যায়ে শান্তাকে নিয়ে সংসার করতে রাজি হয় বাচ্চু।
এরপর ২০২২ সালের ২৫ অক্টোবর রাতে বাচ্চু তার স্ত্রী শান্তাকে মারধর করে। এবং সিগারেটের আগুন দিয়ে মুখোমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়িয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙ্গে শান্তার লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে ২৮ অক্টোবর কোতোয়ালী থানায় বাচ্চুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। আজ দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামী বাচ্চুকে মৃত্যুদণ্ডের রায় দেয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী মিয়া রতন এই রায়ের বিষয় নিশ্চিত করে জানান, আসামী বাচ্চু তার স্ত্রী শান্তাকে হত্যাকে অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। তিনি আরও বলেন, এই রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে। আসামীকে পুলিশ পাহারায় জেল হাজাতে পাঠানো হয়।