Home / খেলাধুলা / সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরু

সাকিবকে নিয়ে সুখবর দিলেন হাথুরু

 

শেরপুর নিউজ ডেস্ক :

চোখের সমস্যায় সবশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই সংগ্রাম করছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টেও তার অসহায়ত্বের দেখা মিলেছে। বল হাতে দুই ইনিংস মিলিয়ে কোন উইকেটের দেখা পাননি। তার আঙুলের চোট নিয়েও প্রশ্ন উঠেছে। যে কারণে চেন্নাই টেস্টে ঠিকঠাক বোলিং করতে পারেননি তিনি। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিবের সার্ভিস পাওয়া নিয়েও শঙ্কা জেগেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) কানপুরে সাকিবের সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই।’

লঙ্কান এই কোচ বলেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

সাকিবের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

Check Also

শূন্য হাতে দেশে ফিরছে টাইগাররা

শেরপুর নিউজ ডেস্ক: আত্মবিশ্বাসের পারদ তুঙ্গে নিয়েই ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। উল্টো ব্যর্থতার গ্লানি মাথায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us