Bogura Sherpur Online News Paper

দেশের খবর

চাঁদপুরে মসজিদের ভেতরেই খতিবকে কুপিয়ে জখম,হামলাকারী আটক

 

শেরপুর নিউজ ডেস্ক:

চাঁদপুরে ধারালো চাপাতি দিয়ে নূরুর রহমান মাদানী (৬০) নামে মসজিদের এক খতিবকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসময় বিল্লাল হোসেন (৫০) নামের ওই হামলাকারীকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি ওই মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন।

অভিযুক্ত মুসল্লি বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগে এক জুমার খুতবায় খতিবের এক বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন বিল্লাল হোসেন। এ ঘটনার জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালান তিনি।

মসজিদের মুসল্লিরা জানান, অনেকেই মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে যান। খতিব নুরুর রহমান তখনো মসজিদে নামাজ পড়ছিলেন। ওই সময় হঠাৎ করেই বিল্লাল হোসেন তার কাছে মোড়ানো চাপাতি নিয়ে খতিবকে কোপাতে শুরু করে। তার চাপাতির আঘাতে মসজিদের খতিব মাওলানা নুর রহমানের কানের গোড়ালিতে মারাত্মক জখম হয়। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us