সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বড় অঙ্কের অর্থ পাচ্ছেন শান্তরা

বড় অঙ্কের অর্থ পাচ্ছেন শান্তরা

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগেই টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। তাদের মাটিতে গিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই এখন পর্যন্ত নিজেদের সেরা সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলের।এ কারণে টাইগারদের বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংবর্ধনাও দিয়েছেন। এখন শনিবার বিকেলে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জমজমাট আয়োজনে আর্থিক পুরষ্কার দেওয়া হবে পাকিস্তানে টেস্ট সিরিজ বিজয়ী বাংলাদেশ দলকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা গেছে নাজমুল হোসেন শান্তদের ৩ কোটি ২০ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে ঐতিহাসিক এই অর্জনের জন্য। সেখান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ দল। এবার সেই দারুন অর্জন ধরা দিয়েছে। টানা দুই টেস্ট জিতে সিরিজের ট্রফিও নিয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। সেই ট্রফি নিয়েই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায় বাংলাদেশের টেস্ট দল।

সাধারণত সব সিরিজের জন্যই জিতলে উইনিং বোনাস পেয়ে থাকে বাংলাদেশ ক্রি্কেট দল। বিশেষ কোনো সাফল্য অর্জিত হলে সেই বোনাসটাও ‘বিশেষ’ হয়ে যায়। এবার সেই বিশেষ অর্জনে বড় পুরষ্কারই পেতে যাচ্ছেন পাকিস্তানে খেলা বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটাররা।

Check Also

আফগানদের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের

শেরপুর নিউজ ডেস্ক: নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের জুটিটা যা একটু আশা জুগিয়েছিলো। এছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − four =

Contact Us