সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

বগুড়ায় ট্রাকচাপায় স্কুল শিক্ষক নিহত

 

শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ায় ট্রাকচাপায় মশিউর রহমান নামের (৫৮) একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া শহরতলীর মাটিডালী বিমান মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মশিউর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাছি গ্রামের ওসমান সরদারের ছেলে।

বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, মশিউর রহমান বগুড়া শহরে বৃন্দাবনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মশিউর রহমান মারা যান।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাকটি শনাক্ত করা যায়নি।

Check Also

ধুনটে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনটে আজিরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + six =

Contact Us