সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আনসারের ৪৫ জেলা কমান্ড্যান্টসহ ৬১ কর্মকর্তাকে বদলি

আনসারের ৪৫ জেলা কমান্ড্যান্টসহ ৬১ কর্মকর্তাকে বদলি

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এবার ৪৫ জেলার কমান্ড্যান্টসহ (উপপরিচালক) ৬১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রেকর্ড মো. নুরুল আমিনের সই করা অফিস আদেশে এই বদলি করা হয়।

আনসারের নতুন জেলা কমান্ড্যান্টরা হলেন- এ এইচ এম মেহেদী হাসানকে নড়াইল, এস এম মুজিবুল হক পাভেলকে লালমনিরহাট, রুবেল উকিলকে রাঙ্গামাটি, মো. সাইফুদ্দিনকে ঠাকুরগাঁও, শুভ্র চৌধুরীকে গাইবান্ধা, সঞ্জয় চৌধুরীকে কিশোরগঞ্জ, সাজ্জাদ মাহমুদকে মেহেরপুর, মোহাম্মদ মোস্তাক আহমেদকে ঢাকা, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফীকে পটুয়াখালী, মির্জা সিফাত-ই-খোদাকে হবিগঞ্জ, নাদিরা ইয়াসমিনকে জামালপুর, জাহিদ হোসেনকে রাজশাহী, শাহাদাত হোসেনকে মানিকগঞ্জ, আরিফ বিন জলিলকে নারায়ণগঞ্জ, শফিউল আযমকে কুষ্টিয়া, আলী রেজা রাব্বীকে পঞ্চগড়, নাহিদ হাসান জনিকে বরিশাল, এ এস এম সাখাওয়াৎকে কুড়িগ্রাম, নাজমুল আসফাককে নওগাঁ, চন্দন দেবনাথকে সিরাজগঞ্জ, মাহবুবুর রহমান সরকারকে মাগুরা, উজ্জ্বল কুমার পালকে বরগুনা, রাকিবুল ইসলামকে শেরপুর, অরূপ রতন পালকে ফরিদপুর, রুবায়েদ বিন সালামকে সুনামগঞ্জ, শাওন আসাদকে সিলেট, মিনহাজ আরেফিনকে খুলনা, কামরুজ্জামানকে টাঙ্গাইল, ফজলে রাব্বিকে পাবনা, ইসমাইল হোসেনকে পিরোজপুর, সাদ্দাম হোসেনকে বগুড়া, সোহাগ হোসেনকে নেত্রকোনা, রাশেদুল ইসলামকে রংপুর, মনিরুজ্জামানকে ব্রাহ্মণবাড়িয়া, মোতালিব হোসেনকে বান্দরবান, শরিফুল ইসলামকে বাগেরহাট, বাসুদেব ঘোষকে নাটোর, মিজানুর রহমানকে ঝিনাইদহ, প্রদীপ চন্দ্র দত্তকে ঝালকাঠি, সোনিয়া বেগমকে লক্ষ্মীপুর, মাজহারুল ইসলাম ভূইয়াকে নীলফামারী, মোহাম্মদ নূরুজ্জামানকে দিনাজপুর, আরিফুর রহমানকে চাঁপাইনবাবগঞ্জ, সোহাগ পারভেজকে জয়পুরহাট ও আল আমিনকে যশোর জেলায় বদলি করা হয়েছে।

এছাড়া দু’জন পরিচালকসহ বাকি কর্মকর্তাদের আনসারের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

Check Also

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

শেরপুর নিউজ ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fifteen =

Contact Us