সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বড় জয়ে টি–টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

বড় জয়ে টি–টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

 

শেরপুর নিউজ ডেস্ক:

বড় জয়ে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের ৭ উইকেট হারিয়ে পরাজিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

পি সারা ওভাল স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮ দশমিক ৫ ওভারে সেই লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজেরা।

ফাহিমা খাতুন ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের ইনিংস বড় করতে দেননি। ব্যাট হাতে ৪৪ বলে ৪৮ রান করে বাংলাদেশকে জয় উপহার দেন শামিমা সুলতানা।

উদ্বোধনী জুটিতে নেথমি পুর্না ও কৌশিনি নুথিয়াঙ্গা ৭২ রানের শক্তিশালী জুটি গড়েছিলেন। কিন্তু পরের ব্যাটাররা আর এই ছন্দ ধরে রাখতে পারেননি। মূলত ফাহিমার বোলিং তোপে শ্রীলঙ্কার ভিত শক্ত হতে পারেনি। কৌশিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন। এ ছাড়া পূর্না ২৭ রান করেন।

ফাহিমার ৩ উইকেট ছাড়াও জাহানার, সুলতানা, রাবেয়া ও রিতু মনি একটি করে উইকেট নেন।

১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে খুব একটা বেগ পেতে হয়নি। ৪০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাথি রানী ও শামিমা সুলতানা। দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজটা সহজেই করেন সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা। ৫ চার ও এক ছক্কায় ৪৪ বলে ৪৮ রান করেন উইকেটরক্ষক এইব্যাটার।

একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১২/৭ (নুতিয়াঙ্গা ৪৩, পূর্ণা ২৭, সান্দামিনি ১৪; ফাহিমা ৩/১২, সুলতানা ১/৯, রিতু ১/১০, জাহানারা ১/২২, রাবেয়া ১/৩২)।

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৮.৫ ওভারে ১১৩/৩ (শামিমা ৪৮, সোবহানা ২৮, সাথী ২০, মুর্শিদা ১১*, নেহার ১*; মালশা ২/২২, তারুকা ১/১৬)।

ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।

Check Also

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে গেল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে খারাপ খবর পেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 1 =

Contact Us