Home / বিনোদন / রানির চরিত্রে রাশমিকা মান্দানা

রানির চরিত্রে রাশমিকা মান্দানা

 

শেরপুর নিউজ ডেস্ক:

ভারতের ভার্সেটাইল অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। কাজ করেছেন বাঘা বাঘা সব নির্মাতার সঙ্গে। দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। এবার রানিরূপে রুপালি পর্দায় ধরা দেবেন তিনি। সিনেমার নাম ‘ছাভা’।

গত সোমবার সিনেমার ১ মিনিট ১২ সেকেন্ডের একটি টিজার প্রকাশ পায়। যেখানে পুরোটা জুড়েই আলো ছড়ান অভিনেতা ভিকি কৌশল। ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন তিনি। টিজারে ভয়ংকর এক ভিকিকে দেখেছে দর্শক। যার মধ্যে কোনো ভয়ডর নেই। মাথায় লম্বা চুল, পরনে রাজকীয় পোশাক। হাতে গলায় ভারী গহনা। তা নিয়ে শত শত শক্রর বিরুদ্ধে একাই লড়াই করছেন তিনি। তবে দেখা যায়নি রাশমিকাকে। বড় ধরনের চমক দেওয়ার জন্যই টিজারে তাকে দেখানো হয়নি বলে ভারতীয় গণমাধ্যমে ধারণা দিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উটেকর। তিনি জানান, একে একে সিনেমাটি নিয়ে বড় বড় ধামাকা দেওয়া হবে। যার জন্য শুধু ভিকিকে দেখে চমকালেই হবে না। চমকের জন্য দর্শকদের অপেক্ষায় থাকতে বলেছেন এই নির্মাতা।

১ মিনিট ১২ সেকেন্ডের টিজারটি শেয়ার করে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে রাশমিকা লিখেছেন, “এখন সারা বিশ্ব শুনতে শুরু করবে ‘ছাভা’ সিনেমার গর্জন।”

এদিকে সিনেমার টিজারটি অভিনেতা ভিকিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এরপর তিনি লিখেছেন, ‘স্বরাজ্যের রক্ষাকারী, ধর্মের রক্ষক ছাভা আসছে। একজন সাহসী যোদ্ধার অসাধারণ ইতিহাস নিয়ে। মুক্তি পেয়েছে টিজার। প্রেক্ষাগৃহে গর্জন তুলবে ২০২৪ সালের ৬ ডিসেম্বর।’

সিনেমায় ভিকির বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। তিনি সম্ভাজি মহারাজের স্ত্রী ইসুবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করবেন।

রাশমিকাকে সবশেষ অভিনয় করতে দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমেল সিনেমায়। যেখানে তিনি নজর কেড়েছেন সবার। হয়েছে প্রশংসিতও। এ ছাড়া তার মুক্তির অপেক্ষায় রয়েছে পুষ্পা-২ সিনেমাটি।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 15 =

Contact Us