Home / দেশের খবর / রাজাকারের বংশধরদের বিচার দাবিতে সমাবেশের ডাক

রাজাকারের বংশধরদের বিচার দাবিতে সমাবেশের ডাক

শেরপুর নিউজ ডেস্ক: রাজাকারের বংশধরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে তারা। মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের বিক্ষোভের পরই এ ঘোষণা এলো। এ কর্মসূচি সফল করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে শাহবাগে জমায়েতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি মনে করে, সংবিধান অনুযায়ী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, জেলা কোটা ও আদিবাসী কোটা পুনর্বহাল করা যৌক্তিক।

উল্লেখ্য, গত রাতে রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা।

শাহবাগে বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি’সহ জামাত-শিবির বিরোধী স্লোগান দেন। তাদের স্লোগানে আশপাশে উত্তেজনা ছড়ায়। বন্ধ হয়ে যায় একপাশের যান চলাচল।

রাত পৌনে ৩টার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে ঢাবির টিএসসি হয়ে নীলক্ষেত গিয়ে আবার টিএসসির দিকে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জবি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও আশেপাশের বিভিন্ন কলেজ শাখার কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।

এর আগে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসে মধুর ক্যান্টিনে অবস্থান নেন। অপরদিকে শাহবাগ মোড়ে অবস্থানকারীদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিলেন।

এদিকে রাত পৌনে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ঢাবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। ঢাবিতে বিক্ষোভের খবরে চবি, কুবি, ববি, বেরোবি, খুবি, রাবি, জবি, জাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Check Also

চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + ten =

Contact Us