Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

নন্দীগ্রামে মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে মালবাহী ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও দুইজন। রবিবার (৩০ জুন) রাত ১১টার দিকে নন্দীগ্রামে উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া- নাটোর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ির গফুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ। শহিদুল ইসলাম আরএফএল গ্রুপের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়া নিহত বায়েজিদের বাবা বেলাল হোসেন ও তার মা সাথী খাতুন গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন৷

পুলিশের এই কর্মকর্তা জানান, শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন বগুড়ায় আরএফএল গ্রুপে চাকরি করেন। তারা রাতে কাভার্ড ভ্যানে করে বগুড়ার দিকে আসতেছিলেন। ওই ভ্যানে বেলালের স্ত্রী সাথী এবং তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদও সাথে ছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা কৈগাড়ি খানকা শরীফের সামনে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে ওই কাভার্ড ভ্যান পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা শহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। পরে গুরুতর আহত অবস্থাহ বেলাল, সাথী ও বায়েজিদকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেওয়ার পর বায়েজিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুই আহতা চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

নন্দীগ্রামে বর্নাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বর্নাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৩১শে জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 10 =

Contact Us