Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক; বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ২৯ জুন) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মোতাহার হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান মিলন সিআইপি।

আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদমান আকিফ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক ইকবাল, জেলা ক্রিড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রিড়া সংস্থার নির্বাহী সদস্য আমিনুল ফরিদ, শফিকুল ইসলাম বাবু, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, জামিলুর রহমান জামিল ও গোপাল তেওয়ারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে ১০ দল অংশগ্রহণ করছে।

Check Also

বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Contact Us