Home / বিনোদন / অবশেষে বিয়ে করছেন সোহিনী-শোভন

অবশেষে বিয়ে করছেন সোহিনী-শোভন

শেরপুর নিউজ ডেস্ক: টালিউড তারকা সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন সত্য হচ্ছে। অবশেষে ছাদনাতলায় একসঙ্গে যাচ্ছেন সোহিনী-শোভন। আগামী মাসেই আইনি বিয়ে করে বিদেশে যাবেন এজুটি। ফিরে এসে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন বলে জানা গেছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করছেন আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। মঙ্গলবার জানা যায়, সব ঠিক থাকলে ১৫ জুলাই আইনি বিয়ের পর বিদেশ থেকে ফিরে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন তারা।

সম্পর্কের শুরু থেকেই সোহিনী-শোভনকে নিয়ে নেটিজেনদের মধ্যে ছিল নানা গুঞ্জন। যদিও শুরুতে শোভন অস্বীকার করলেও, মুখে কুলুপ এঁটেন সোহিনী। পরে একফ্রেমে বন্দি ছবিতে তাদের দেখে নেটিজেনরা নিশ্চিত হন-প্রেমেই আছেন তারা।

বিয়ের দিন-তারিখ কি ঠিক হয়ে গেছে—সাংবাদিকের এমন প্রশ্নে শোভন জানিয়েছেন, সে রকম কিছু হলে তিনি সংবাদমাধ্যমকে জানাবেন। কিন্তু গণমাধ্যম সূত্রে জানা যায়, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলেই সোহিনী বিপণিবিতান থেকে সোনার গহনা কিনেছেন।

এদিকে আরও জানা গেছে, বিয়ের পর তারা একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাটও কিনেছেন। যদিও এসব খবরে তারা কোনো মন্তব্য করেননি।

Check Also

নগ্নদেহ প্রদর্শন সাহসিকতা নয় : কেট উইন্সলেট

শেরপুর নিউজ ডেস্ক: হলিউডের প্রভাবশালী ও বিশ্বব্যাপী জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। ‘টাইটানিক’খ্যাত এই অভিনেত্রীকে পর্দায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 15 =

Contact Us