সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / হিজবুল্লাহর হামলায় আতংক ইসরায়েলে

হিজবুল্লাহর হামলায় আতংক ইসরায়েলে

 

শেরপুর ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে শনিবার রাতভর ইসরায়েলের হাইফাসহ বিভিন্ন শহরে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ ও ইরাকি প্রতিরোধ যোদ্ধারা।

একই সঙ্গে হিজবুল্লাহ গেলিলি এলাকায়ও ব্যাপক হামলা চালায়। ফলে রাতভর ওই শহরগুলোতে অনবরত সাইরেন বাজতে থাকে। খবর টাইমস অব ইসরায়েলের।

এ সময় আতংকে এসব এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ের খোজে ছুটাছুটি করতে থাকে। লেবানন সীমান্ত থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় সারারাত থেমে থেমে হামলার সাইরেন বাজতে থাকে।

যখন লেবানন থেকে হিজবুল্লাহরা হামলা করছিলো, তখন ইরানপন্থী ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বন্দরনগরী ইলাতে ভয়াবহ ড্রোন হামলা চালায়।

হিজবুল্লাহর হামলায় গ্যালিল শহরতলীর মিসগাভ পৌরসভা এবং সাখনিন এলাকায় শনিবার রাতভর সাইরেন বাজতে থাকে। বেশ কয়েকটি রকেট ও আত্মাঘাতী ড্রোন গিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হিজবুল্লার দাবি, এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হয়েছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের বিষয় নিয়ে কিছু জানায়নি।

Check Also

ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধান,স্পেনে বৈঠক

  শেরপুর নিউজ ডেস্ক : গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান এগিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =

Contact Us