Bogura Sherpur Online News Paper

পড়াশোনা

বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল শিক্ষার্থীদের বরণ ও বিদায়

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (টিটিইআই) নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং চত্বরে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সফিকুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (টিটিইআই) চেয়ারম্যান ও টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। মাদক সচেতনতামূলক বক্তব্য রাখেন পিবিআই বগুড়ার ইন্সপেক্টর (এডমিন) মো. জাহিদ হোসেন মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মো. আসাদুর রহমান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান, চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, পিবিআই বগুড়ার সাব- ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিইআইয়ের অধ্যক্ষ রিহান ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডোমেইন চিফ সাজ্জাদুল বারী সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ইঞ্জিনিয়ারিং বিদ্যায় দক্ষ করে গড়ে তুলতে গুরুত্ব আরোপ করেন। আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে এই শিক্ষায় শিক্ষিতরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অবদানের জন্য সংবর্ধনা ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং মাদক সচেতনতামূলক আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us