ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে প্রাথমিকের খুদে ফুটবল খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
Check Also
শেরপুর প্রেসক্লাবে জামায়াত ল্যাপটপ উপহার দিলেন
শেরপুর নিউজ ডেস্ক: সাংবাদিকরা জাতির বিবেক। তাঁদের লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। কিন্তু …