সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / জয় দিয়ে সুপার এইট শুরু ভারতের

জয় দিয়ে সুপার এইট শুরু ভারতের

শেরপুর নিউজ ডেস্ক: জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু ভারতের। বৃহস্পতিবার ব্রিজটাউনে ৪৭ রানে আফগানিস্তানকে হারিয়েছে তারা। টসে জিতে ব্যাট করে সূর্যকুমারের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৮১ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৩৪ রানে গুটিয়ে যান রশিদ-নবীরা।

কেনসিংটন ওভারে রান তাড়া করতে নেমে ভারতের বোলিংয়ের সামনে কখনো স্বচ্ছন্দ মনে হয়নি আফগানদের। ম্যাচের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় মোটেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা। তাদের এ রান তাড়ায় প্রধান ভরসা ছিলেন মারকুটে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু দ্বিতীয় ওভারেই তাকে বিদায় করেন জাসপ্রিত বুমরাহ। অপর ওপেনার হযরতুল্লাহ জাজাইকেও বিদায় করেন ভারতের তারকা এ পেসার। মাঝে ইব্রাহিম জাদরানকে স্পিনার অক্ষর প্যাটেল আউট করে দিলে মাত্র ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। চতুর্থ উইকেটে গুলবাদিন নাইব ও আজমতুল্লাহ ওমরজাই কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও রানের গতি ধরে রাখতে পারেননি। এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এরমধ্যে বুমরাহ ৪ ওভারে মাত্র ৭ রান নিয়ে ৩ উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটিং লাইনে ধস নামাতে মূল ভূমিকা রাখেন।

টসে জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর লেগস্পিনার রশিদ খানের দাপটে ভারত দ্রুত ৪ উইকেট হারিয়ে বসলে শঙ্কা জেগে ছিল, রোহিত ভুল করলেন না তো! তবে সব শঙ্কা উড়িয়ে দেন সূর্যকুমার। ২৮ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে ভারতের রান দেড়শতে নিয়ে যান তিনি। এর মধ্যে হারদিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৬০ রান যোগ করেন। সেখান থেকে অক্ষর-জাদেজারা দলের রান ১৮১ তে নিয়ে যান।

Check Also

তাইজুলের ৫ উইকেটের পরও লিডে দিন শেষ প্রোটিয়াদের

শেরপুর নিউজ ডেস্ক: মিরপুর টেস্টে প্রথম দিন শেষে ৩৪ রানের লিড নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =

Contact Us