Home / দেশের খবর / রান্নাঘরে বিস্ফোরণে একে একে নিভে গেল চার প্রাণ

রান্নাঘরে বিস্ফোরণে একে একে নিভে গেল চার প্রাণ

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ রকসি আক্তারও (২০) মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ দগ্ধ চারজনই মারা গেলেন।

রোববার (১৬ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, ভাটারা থেকে নারী শিশুসহ দগ্ধ চারজন আমাদের এখানে এসেছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রকসি আক্তার নামে এক নারী মারা গেছেন। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শিশু আয়ান, ফুতু ও আব্দুল মান্নান নামে আরো তিনজন মারা যায়। এই ঘটনায় দগ্ধ চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য, গত ১০ জুন রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

Check Also

বিপ্লবী সরকার গঠন না করার কারণ জানালেন আসিফ নজরুল

শেরপুর নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো দলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

Contact Us