Home / দেশের খবর / এক নৌকায় ২২৭ জাতের আম!

এক নৌকায় ২২৭ জাতের আম!

শেরপুর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে এক নৌকায় ২২৭ জাতের আম নিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে শহরের কালেক্টরেট চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে সেখনেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় ২২৭ জাতের আম একটি নৌকায় সাজানো হয়। এমন দৃশ্য দেখতে ভিড় করেন আম বাগানী ও দর্শনার্থীরা।

মেলায় আনারুল নামে এক স্থানীয় আম ব্যবসায়ী বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমে সেরা জানতাম। তবে এত জাতের আম আছে তা আগে জানতাম না। আজ এসে জানলাম।

আলি হাসান নামে এক দর্শনার্থী বলেন, আমের মেলা হয় শুনেছি। কিন্তু আগে কখনো দেখিনি। তাই দেখতে এসেছি। এত ধরনের আম একসঙ্গে কখনোই দেখা হয়নি। আজ দেখলাম।

Check Also

চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

Contact Us