Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় লালনের গান গেয়ে প্রতিবাদ জানালেন সাংস্কৃতিক কর্মীরা

শেরপুর ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জে লালনের গান উদ্ধৃত করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় যুবককে আটকের প্রতিবাদ গানে-গানে জানিয়েছেন বগুড়ার সাংস্কৃতিক কর্মীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ কর্মসূচি থেকে গানে গানে শিল্পীরা এবং বক্তব্যে জোটের নেতৃবৃন্দ সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

কর্মসূচীত‌ে বগুড়া জো‌টের সভাপ‌তি তৌ‌ফিক হাসান ময়নার সভাপতিত্বে বক্তব‌্য রা‌খেন উদীচী বগুড়ার সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা মামুদুস সোবহান মিন্নু, সি‌পি‌বি বগুড়ার সাধারণ সম্পাদক আ‌মিনুল ফ‌রিদ, বগুড়া জ‌লেশ্বরীতলা ব‌্যবসা‌য়ি স‌মি‌তির সাধারণ সম্পাদক এড‌নিস বাবু তালুকদার, জো‌টের সহ সভাপ‌তি লায়ন আ‌তিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ ম‌জিদ মিয়া, আসাদ হো‌সেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর ক‌বির, এসএম বেলাল হো‌সেন, অর্থ সম্পাদক র‌বিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আ‌লিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস‌্য আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, র‌বিউল ক‌রিম হৃদয়, সংশপ্তক থি‌য়েটারের সাধারণ সম্পাদক সা‌দেকুর রহমান সুজন, থি‌য়েটার আইডিয়ার প‌রিচালক নিভা রানী সরকার পূ‌র্নিমা, বাংলা‌দেশ গ্রাম থি‌য়েটারের প্রচার সম্পাদক আব্দুল হান্নান, পাঠকপণ‌্য পাঠশালার সাধারণ সম্পাদক ক‌বি জয়ন্ত দেব, বঙ্গবন্ধু প‌রিষদ বগুড়ার সাধারণ সম্পাদক এসএম মিল্লাত হো‌সেন, সঙ্গীত প্রশিক্ষক খোদাদাদ খান বাদশা, ক‌বি আ‌জিজার রহমান তাজ, মির্জা আহসানুল হক দুলাল, ম‌তিয়ার রহমান, শ‌ফিকুল ইসলাম শ‌্যামল, বিমল ক‌বিরাজ, ঐশী রায়, সিফাত ইসলাম, নি‌বির, মা‌শিয়ার, মোতাহার হো‌সেনসহ বি‌ভিন্ন পর্যা‌য়ের সাংস্কৃ‌তিক নেতৃবৃন্দ।

বক্তব্যের ফাঁকে ফাঁকে লালন গান প‌রি‌বেশন ক‌রেন বিখ‌্যাত বাউল শিল্পী সুকুমার বাউল, হা‌ফিজ বাউল, জগদীশ বাউল, কামরুন নাহার ডা‌লিয়া, নি‌খিল চন্দ্র। ক‌বিতা আবৃ‌ত্তি ক‌রেন বা‌চিক শিল্পী অলক পাল। এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকা‌লে লালন সঙ্গীতানুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us