শেরপুর ডেস্ক: বগুড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই কালি মন্দিরে ঘটনা ঘটে৷ এ ঘটনায় জড়িত এক মাদ্রাসা শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতর নাম ফয়সাল করিম রেজা। তিনি ওই এলাকার খুরশেদ আলমের ছেলে এবং সিরাজগঞ্জের বেলকুচি থানার রামধনি বাড়ী কাওমি মাদ্রাসার শিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের কথা তিনি স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন৷
পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসা শিক্ষক হাটকড়ই কালিমন্দিরের গেট ধরে ঝাকাঝাকি করে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে রাতে কোন এক সময় তিনি মন্দিরের প্রতিমা ভাংচুর করেন৷ পরে সকালে মন্দিরের সেবক গেট খুলে দেখতে পান প্রতিমা ভাংচুর করা হয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে এবং সকাল সাড়ে ৯টার দিকে রেজাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ওই মাদ্রাসা শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করেছেন৷ আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।