Home / দেশের খবর / বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রে প্রসারিত হচ্ছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রে প্রসারিত হচ্ছে

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুবই দৃঢ় এবং প্রতিটি ক্ষেত্রে তা আরও প্রসারিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের একটি প্রচারণার বিষয়ে প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বাংলাদেশের বিরোধী দলগুলোর ভারতবিরোধী প্রচারণা সম্পর্কে জানতে চাইলে জয়শঙ্কর বলেন, আমি শুধু এটা বলতে পারি যে, ভারত-বাংলাদেশ সম্পর্ক খুবই ভালো এবং অত্যন্ত দৃঢ়। যখন দুদেশের সম্পর্কের দিকে তাকাই, আমি খুবই আত্মবিশ্বাসী যে প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। ফলে সেখানে কী হচ্ছে সে বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন খুবই ইতিবাচক।

গতকাল একই ইস্যুতে প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নে তিনিও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও গভীর। এ সম্পর্ক সর্বব্যাপী ও অপরিহার্য, যা অটুট

থাকবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, ব্রিফিংয়ে বিবিসির পক্ষ থেকে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় জয়সোয়ালের কাছে। প্রশ্নে বলা হয়, এতে বাংলাদেশের কয়েকজন বিরোধী নেতাও সমর্থন দিয়েছেন। জবাবে জয়সোয়াল বলেন, ভারত-বাংলাদেশের অংশীদারত্ব অত্যন্ত বিস্তৃত; যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ, মানুষে মানুষে বন্ধন—সব ক্ষেত্রেই ছড়িয়ে আছে। এটি এমন মানবীয় সংযোগ, যা অপরিহার্য। এরই মধ্যে

ভারত-বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। পণ্য বয়কটের ডাকের ফলে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি তিনি।

Check Also

হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছর বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ওটি বা ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =

Contact Us