Home / পড়াশোনা / জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ

জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ

শেরপুর নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, তৃতীয় ধাপে জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

গতকাল কুমিল্লায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। এ ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন চাকরিপ্রার্থী অংশ নেন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৪৩২ ও নারী ১৪ হাজার ৭৬৭ জন।

Check Also

কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে কারিগরি শিক্ষার্থীরা

শেরপুর নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Contact Us