সর্বশেষ সংবাদ
Home / উন্নয়ন / বিমানের ঢাকা-রোম ফ্লাইট চালু আজ

বিমানের ঢাকা-রোম ফ্লাইট চালু আজ

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার ফ্লাইটটি ইতালির রোমের উদ্দেশে ছেড়ে যাবে। তবে প্রথম ফ্লাইটের যাত্রী সংখ্যা জানাতে পারেননি বিমানের কর্মকর্তারা।

১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইট চালু হয় এবং ২০১৫ সালের ৬ এপ্রিল ফ্লাইটটি বন্ধ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বহির্গমন হলে ফ্লাইটটি উদ্বোধন করা হবে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, মহান স্বাধীনতা দিবসে ঢাকা-রোম সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, ঢাকা থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার রোম পৌঁছাতে ৯ ঘণ্টার মতো লাগবে। বিমানের আন্তর্জাতিক রুট বাড়ছে। উন্নত সেবা মেলায় যাত্রীও বৃদ্ধি পাচ্ছে।

Check Also

আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা করতে চায় ভারত

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 2 =

Contact Us