Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শেরপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শেরপুর নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে।

রবিবার (১৭ই মার্চ) বেলা ১০টার দিকে এ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে উপজেলা প্রশাশন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাহিদ আল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Check Also

শেরপুরের ঐতিহাসিক মা ভবানীর মন্দিরে রাম নবমী উৎসব

উপমহাদেশের ৫১টি পীঠস্থানের অন্যতম বগুড়ার শেরপুরের ঐতিহাসিক মা ভবানীর মন্দির প্রাঙণে বুধবার (১৭এপ্রিল) রাম নবমী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =

Contact Us