সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৮ মার্চ) লিগপর্বের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হয় সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এই ম্যাচে অবশ্য গোল উৎসব করেছে তারা। ভুটানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে প্রীতি-অর্পিতারা। ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশের কিশোরীরা।

শুরু থেকে গোলের জন্য মরিয়া নয়, বরং বল পায়ে রেখে আক্রমণভাগে আলপি ও ফাতেমাদের কর্যকর হয়ে ওঠার প্রচেষ্টার প্রতিফলন দেখা গেল বেশি। দারুণ ফলও মিলল তাতে।

ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর করে আরও তিনটি গোল। তিন ম্যাচের দুটিতে জয়ী ভারতের বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।

Check Also

বিপিএলের ফাইনাল ম্যাচের সময় পরিবর্তন

শেরপুর নিউজ ডেস্ক: অন্তিম পর্বে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বাকি শুধুই শিরোপা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + nine =

Contact Us