সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / ড. ইউনূসের ইস্যুটি সম্পূর্ণ আইনের ব্যাপার-স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসের ইস্যুটি সম্পূর্ণ আইনের ব্যাপার-স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকমের ভবন দখলের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আইনের ব্যাপার। আইনের বাইরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’

গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে নৌকা প্রতীক শুধু জাতীয় নির্বাচনে থাকবে। অন্য কোনো নির্বাচনে নৌকা প্রতীক আর ব্যবহার করা হবে না। যারা নির্বাচন করবেন তারা কে কত জনপ্রিয় সেটাই প্রমাণ হবে। আমরা চাই জনপ্রিয় লোকগুলো নির্বাচিত হয়ে আসুক। তারা এলাকার উন্নয়নে কাজ করবেন। বিগত জাতীয় নির্বাচনের মতো আইনশৃঙ্খলা বাহিনী সুন্দর নির্বাচন উপহার দেবে।
তিনি বলেন, মিয়ানমারে বিভিন্ন গ্রুপ যুদ্ধে লিপ্ত। আরাকান আর্মি কিছুদিন ধরে যুদ্ধ করছে। সে কারণে এখানে কিছু গোলাগুলির শব্দ যেমন আসছে, পাশাপাশি সেখানকার সরকারি বাহিনী বিজিপি ও অনান্য লোকজন ভয়ে আত্মরক্ষার্থে পালিয়ে আসছে। এ জন্য সীমান্তে বিজিবি বাড়ানো হয়েছে। এখন আমরা বাংলাদেশে ঢুকতে দিচ্ছি না। আপনারা নিশ্চিত থাকতে পারেন।

Check Also

উপজেলা নির্বাচন সংক্রান্ত সেবা মিলবে ৯৯৯-এ

শেরপুর নিউজ ডেস্ক: চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগের দুদিন, নির্বাচনের দিন ও পরের দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =

Contact Us