সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / এবার বুর্জ খলিফায় শাকিব খান -সোনাল চৌহান

এবার বুর্জ খলিফায় শাকিব খান -সোনাল চৌহান

শেরপুর ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর ফার্স্ট লুক প্রকাশ করে বাজিমাত করেছেন নির্মাতা অনন্য মামুন। এবার তিনি জানালেন আরও বড় খবর। দুবাইয়ের বুর্জ খলিফায় প্রকাশ করা হবে সিনেমাটির প্রথম টিজার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর মামুন নিজেই জানিয়েছেন।

তিনি জানান, ‘দরদ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ হবে বুর্জ খলিফায়। এক ভিডিও বার্তায় মামুন বললেন, ‘আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি। আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো আরেকটা সারপ্রাইজ! ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।’

জানা গেছে সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

প্রসঙ্গত, এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + fourteen =

Contact Us